নারায়ণগঞ্জ শহর লকডাউনের অনুরোধ মেয়র আইভীর

অনলাইন প্রতিবেদক, নারায়ণগঞ্জ
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকা লকডাউন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানালেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার ৫ই এপ্রিল নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এই ভাইরাসের ছড়িয়ে পড়ছে। দিন দিন সংক্রমন বাড়ছে। ইতোমধ্যে করোনায় আক্রান্তা হয়ে নায়ারণগঞ্জে দুইজন মারা যাওয়ায় কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারী শিল্প কলকারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা, লবণসহ নিত্যপণ্যের পাইকারী বাজার রয়েছে। তাই শ্রমিক অধ্যুষিত ঘনবসতির এই নগরীতে করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি অনেক বেশী। মানুষের জীবন রক্ষাসহ সার্বিক বিবেচনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জরুরি ভিত্তিতে সিটি এলাকা লকডাউন কিংবা কারফিউ জারী করার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন