সারাবেলা অনলাইন, নারায়ণগঞ্জ:
করোনাভাইরাস দুর্যোগ সামাল দিতে অসহায় ও গরীব মানুষের মাঝে ত্রাণ দিয়েছে নারায়ণগঞ্জ কারা পরিবার। গেল ৩১শে মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে ৫০০ অসহায় ও গরীব পরিবারকে খাবারসামগ্রী দেয় জেলা কারা কর্তৃপক্ষ। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি মাস্ক।
জেলা কারা সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ‘আমাদের সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের এক মাসের রেশন গৃহবন্দী অসহায় ও দুস্থদের জন্য দিয়েছেন। বিতরণ করা মাস্কগুলো তৈরি করেছেন কারাবন্দীরা। এজন্য তারা কোন পারিশ্রমিক নেননি বলে জানান সুভাষ ঘোষ।
তিনি আরও জানান, কারাবন্দীদের করোনা প্রভাব থেকে নিরাপদে রাখার জন্য কারা কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। যারা আগে থেকেই বন্দী আছে তাদেরকে নিজেদের মধ্যে কুশল বিনিময় ও পাশাপাশি বসে থাকা থেকে বিরত রাখা হচ্ছে। একইসঙ্সাগে তাদের নিয়মিত হাত ধোয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। যারা নতুন বন্দী আসছে তাদের করোনা ভাইরাস পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ওয়ার্ডে নেওয়া হচ্ছে। কারাবন্দীদের জন্য ৫ সদস্যের মেডিকেল টিম নিয়মিত তাদের পর্যবেক্ষণ করছে।
নারায়ণগঞ্জে ৫শ’ পরিবারকে খাদ্য সামগ্রী দিল জেলা কারাকর্তৃপক্ষ
- মার্চ ৩১, ২০২০
- ১১:০৮ পূর্বাহ্ণ
- প্রিন্ট সংস্করণ