|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ||
নারায়ণগঞ্জে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ২০ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১লা ডিসেম্বর দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র চাষাড়ার এলাকায় এ জরিমানা করা হয়। এসময় ২০ জনকে ২১শ টাকা জরিমানা করা হয়। যাদের মাস্ক ছিলনা তাদের মাঝে মাস্কও বিতরণ করা হয়েছে।
কামরুল হাসান মারুফ সংবাদ সারাবেলাকে জানান, নারায়ণগঞ্জবাসীকে সচেতন করার লক্ষ্যে চাষাড়াতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যারা মাস্ক পরিধান করেনি তাদেরকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সেই সঙ্গে যারা বিভিন্ন অজুহাতে মাস্ক না পরে পকেটে রেখে ঘোরাঘুরি করছে এবং থুতনিতে ঝুলিয়ে রেখেছে তাদেরকেও জরিমানা করা হয়েছে। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা আসতে শুরু করেছে। সংক্রমণ থেকে বাঁচতে ঘর থেকে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে।