|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী পেশায় একজন পার্লার কর্মী।
বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।এর আগে বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলাদায়ের করেন।
অভিযুক্ত ও গ্রেফতার পুলিশ কনস্টেবলের নাম আব্দুল কুদ্দুস নয়ন (৩৫)৷ সে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত৷ সে ভোলার চরফ্যাশনের উত্তর চরমঙ্গলের সিরাজ মিয়ার ছেলে৷
মামলা সূত্রে জানা যায়, ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে নয়নের সাথে প্রায়ই কথা হতো ওই নারীর।গত ২ বছর কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সুযোগে নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতো। সবশেষ গত ৬ অক্টোবর বিকালে নয়ন আবারও ওই নারীর বাসায় এসে বিয়ের কথা বলবে বলে দরজা বন্ধ করে দেয়। ওই নারী দরজা বন্ধ করতে বারণ করলে তার অনুরোধ না মেনে জোরপূর্বক ধর্ষণ করে নয়ন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ভোরে রাজারবাগ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় আনা হয়৷ পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে৷