|| সারাবেলা প্রতিনিধি, নারায়নণগঞ্জ ||
ঢাকা-নারায়ণগঞ্জ রেল সড়কের নন্দলালপুরে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এঘটনায় ঐ গাড়ির চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার ৪ঠা ফেব্রুয়ারী দুপুর পৌনে ৩টার দিকে সদর উপজেলার পাগলা নন্দলালপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় দ্রুতগামী ওই ট্রেনটি প্রাইভেটকারকে হেঁচড়ে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি ডিএনডি প্রজেক্টের সেনাবাহিনীর। ট্রনটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় রেললাইনের উল্টো পথে আসতে থাকা প্রাইভেটকারকে হেঁচড়ে নিয়ে গেছে। এঘটনায় ওই গাড়ির চালক মাথায় ও হাতে আঘাত পেয়েছে। তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে পৌছালেই ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে জানা যাবে।