|| সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ ||
করোনা ভাইরাসে নারায়ণগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১০০-তে পূর্ণ হলো। এছাড়া নতুন করে আরও ১১৮ জন করোনা সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৪৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
শুক্রুবার ১৮ জুন দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত চব্বিশ ঘন্টায় ১১৮ জন করোনা সনাক্ত হয়েছে।এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৫ জন, রূপগঞ্জ উপজেলায় ৬০ জন, বন্দর উপজেলার ১০ জন, আড়াইহাজার উপজেলায় ২৪ জন ও সোনারগাঁ উপজেলায় ১৯ জন সনাক্ত হয়েছে । গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত নতুন কেউ সুস্থ হয়নি।
একইসাথে সিটি কর্পোরেশন এলাকায় মোট মৃত্যের ৫৮ জন মারা গেছেন ও আক্রান্ত ১ হাজার ৫৫২ জন। এই বিবেচনায় সর্বাধিক ঝুকিপূর্ণ এলাকা সিটি কর্পোরেশন হওয়ায় এই অঞ্চলটির অধিকাংশ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত দুই ব্যক্তি নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা ছিলেন। একইসাথে মৃত্যুর গণনা শুরু হয় গত ৩০শে মার্চ বন্দর উপজেলার থেকে।এরপর সারাদেশের সাথে এই জেলাটি লকডাউন ছিল। কিন্তু থামেনি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শুধু জুন মাসের শুরু থেকে ১৮ জুন পর্যন্ত জেলা জুড়ে মারা গেছেন ২০ জন।