সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
দিন যাচ্ছে আর নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে ।জেলায় মোট আক্রান্তের অধিকাংশই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার ২২ এপ্রিল জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮ জন ও মারা গেছে ২জন। এই পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯৯ জন এবং মৃত্যুর সংখ্যা ৩৫ জন । নারায়ণগঞ্জ সিটি এলাকায় এ পর্যন্ত মোট ৩৬৪ জন আক্রান্ত হয়েছে যেখানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯৯ জন। এরমধ্যে শুধু সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ২২ জন।
মঙ্গলবার ২১ এপ্রিলে সিটি কর্পোরেশন এলাকায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩২৫ জন যেখানে মোট ৩৪২ জনের নমূনা সংগ্রহ করা হয়েছিল। জেলায় মোট মৃতের সংখ্যা ছিল ৩৩ জন ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪২১ জন। আক্রান্তের এই সংখ্যা রীতিমত আতঙ্ক সৃষ্টি করছে সকলের মাঝে। নারায়ণগঞ্জ সিটি এলাকাটিই এখন করোনার জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা বলা হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন সংবাদ সারাবেলাকে জানান, “আমরা সর্বপ্রথম নাসিক এলাকা লকডাউন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম কারন এই অঞ্চলে ঘনবসতি, গার্মেন্টস ও শিল্প কলকারখানার জন্য সংক্রমনের ঝুঁকি অনেক বেশী। আমরা র্যাব, পুলিশ ও সেনাবাহিনীকে সার্বিক সহযোগীতা করছি লকডাউনে মানুষ যেন ঘরে থাকে।
তিনি আরও বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মীসহ সকল কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা শুরু থেকেই গ্রহণ করেছি। যারফলে এখন পর্যন্ত আমাদের কোন কর্মকর্তা ও কর্মচারী আল্লাহর রহমতে করোনায় আক্রান্ত হননি।”
এদিকে জেলার অন্যান্য উপজেলাগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম। নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোট আক্রান্ত ৭৯ জন ও মারা গেছেন ৮ জন ।
বন্দরে উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৯ জন ও মৃত্যুর সংখ্যা ৬ জন । এছাড়া রূপগঞ্জ উপজেলায় ৭ জন আক্রান্ত ও মারা গেছেন ১ জন । আড়াইহাজারে আক্রান্ত ১২, সোনারগাঁয়ে আক্রান্ত ৮ ও মারা গেছেন ২ জন।