সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ
করোনায় বর্তমানে রেড জোন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ এ দাড়িয়েছে।
মঙ্গলবার (৭ই এপ্রিল) দুপুরে আইইডিসিআরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪১ জন আক্রান্ত হয়েছেন।তার মধ্যে ঢাকার বাইরে নারায়ণগঞ্জ জেলার ১৫ জন। গত ৮ই মার্চের পর থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬৪ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৫ জন, যাদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ নিশ্চিত করা গিয়েছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১৭।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ সোমবার (৬ই এপ্রিল) রাত ১২টায় আরও একজন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা ৬ ।
এদিকে রূপগঞ্জ উপজেলায় ৩জন রোগী শনাক্ত হওয়ায় উপজেলাটি লকডাউন ঘোষণা দিয়েছেন ইউএনও মমতাজ বেগম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ ৩টি উপজেলা নারায়ণগঞ্জ সদর, বন্দর ও রূপগঞ্জ লকডাউনের পাশাপাশি জেলাজুড়ে চলছে অঘোষিত লকডাউন।
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/download-1-2.jpg?fit=300%2C156&ssl=1)