নারায়ণগঞ্জে আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত

সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ
করোনায় বর্তমানে রেড জোন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ জেলায়  গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ এ দাড়িয়েছে।
মঙ্গলবার (৭ই এপ্রিল) দুপুরে আইইডিসিআরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪১ জন আক্রান্ত হয়েছেন।তার মধ্যে ঢাকার বাইরে নারায়ণগঞ্জ জেলার ১৫ জন। গত ৮ই মার্চের পর থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬৪ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৫ জন, যাদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ নিশ্চিত করা গিয়েছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১৭।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ সোমবার (৬ই এপ্রিল) রাত ১২টায় আরও একজন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা ৬ ।
এদিকে রূপগঞ্জ উপজেলায় ৩জন রোগী শনাক্ত হওয়ায় উপজেলাটি লকডাউন ঘোষণা দিয়েছেন ইউএনও মমতাজ বেগম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ ৩টি উপজেলা নারায়ণগঞ্জ সদর, বন্দর ও রূপগঞ্জ লকডাউনের পাশাপাশি জেলাজুড়ে চলছে অঘোষিত লকডাউন।
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন