নাঃগঞ্জ সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়িতে হামলা, আহত ২ জন

|| অনলাইন প্রতিনিধি, নারায়ণগঞ্জ  ||

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফকির নিটওয়্যারে করোনা রোগী বেড়ে যাওয়ায় কারখানা পর্যবেক্ষনে এসে হামলার শিকার হয়েছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

মঙ্গলবার ১৯ মে বেলা ১১টার উপজেলার ফতুল্লার কায়েমপুর এলাকায় অবস্থিত ফকির নিটওয়্যারে এই ঘটনা ঘটে।এসময় শ্রমিকদের হামলায় আহত  হয়েছেন সিভিল সার্জনের গাড়িচালক সুরুজ্জমান ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়িচালক  জালাল মিয়া।

জানাগেছে, কারাখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবীতে সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত সড়কে অবরোধ করে বিক্ষোভ করছিল।

অন্যদিকে কারখানাটির ১০ জন  শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় পর্যবেক্ষন করতে এসেছিলেন সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম। এসময়  শ্রমিকরা সিভিল সার্জনের গাড়িটি লক্ষ্য করে হামলা চালালে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। কিন্তু জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা।পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা সরে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। এক পর্যায়ে তারা ভাঙচুর শুরু করে । সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়িও বিক্ষোভের মধ্যে পড়ে যায় এবং তাদের গাড়িও ভাঙচুর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সসা/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন