নাঃগঞ্জে বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু নিহত

সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বহুতল ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু নিহত হয়েছে।শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে বন্দরের উইলসন রোডের রফিকুল ইসলামের মালিকানাধিন ৫ তলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়।

এ ঘটনায় নিচতলায় ঘুমিয়ে থাকা দুই ভাই মাসনুন (৮) ও জিসান (১২) ঘটনাস্থলেই মারা যান। নিহত দুই শিশু দিঘিরপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে।এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান পাশের বাড়ির হুমায়ূন কবিরের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাবনী আক্তার (৩০)৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের ভবনটির পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। টিনশেড বাড়িতেই ছিলেন  ৮ মাসের অন্তঃসত্ত্বা লাবনী আক্তার।তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

বিস্ফোরণে আহত হয়ে আরও ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷ তারা হলেন, নিহত দুই শিশুর মা লামিয়া (৩০), প্রতিবেশি তামান্না (২২), মো. রুবেল শেখ (২০), মো. শরীফ (৪৫), মো. লেকমত শেখ(৫৫) ও মিয়া ভাই (৪৫)। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বন্দর থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, ২২নং ওয়ার্ডের রফিকুল ইসলাম হাসানের বাড়ির ২জন এবং পাশের বাড়ির একজনসহ ৩জন মারা গেছেন। স্বাভাবিকভাবেই ট্যাঙ্কি বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সসা/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন