|| শিপন মীর, নারায়ণগঞ্জ থেকে ||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চলতি তথা ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করলেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার সকালে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন থেকে ৭৫৫ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ টাকার এই বাজেট ঘোষণা করেন তিনি।
এবারের বাজেটে নতুন করে কোন কর আরোপ করা হয়নি। রাজস্বখাতে ৬৫৮ কোটি ৬৬ লাখ ৫ হাজার ২৪৩ টাকা আয় এবং উন্নয়নখাতে ৬৫১ কোটি ১৭ লক্ষ ৫৩ হাজার ৬৫৪ টাকা ব্যয় ধরা হয়েছে । বাজেটে উদ্বৃত্ত থাকবে ৭ কোটি ৪৮ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকা।
অবকাঠামোগত উন্নয়নে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনঃ নির্মাণ, বৃক্ষরোপন, দারিদ্র্য বিমোচন, দূর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রান, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ণ, খেলাধূলার মানোন্নয়ন, স্ট্রিট লাইট স্থাপনসহ পানি সরবরাহ খাতে বরাদ্দ রাখা হয়েছে ।

এছাড়া এডিবি, সিজিপি, এমজিএসপি, এডিপি প্রকল্প সহায়তার মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনঃ নির্মান, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবইং সিটি কর্পোরেশনের আওতাধীন খাল খননের মাধ্যমে জলাধার সংরক্ষণের জন্যও রয়েছে বাজেট বরাদ্দ।
বাজেট ঘোষণার এই অনুষ্ঠানে মেয়র আইভী জানান, এ বছর করোনা ভাইরাসের কারণে তুলনামূলক কম পরিসরের বাজেট ঘোষনা করা হয়েছে। নাগরিকদের করের টাকায় দেওভোগ জিমখানায় শেখ রাসেল নগর পার্ক হচ্ছে। করপোরেশনের নির্মানাধীন বহুতল ভবনে নারায়ণগঞ্জ ইতিহাস সংরক্ষণে যাদুঘর তৈরী করা হবে। পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বিসিক খাল। সিদ্ধিরগঞ্জের লেকের ওপর সাতটি ব্রিজ সাত বীরশ্রেষ্ঠ’র নামে করা হবে।



সিটি কর্পোরেশনে সরকারের অনুদান খুবই কম জানিয়ে মেয়র বলেন, তারপরও সরকার শিশুদের চলাফেরা উপযোগী শিশুবান্ধব শহর বাস্তবায়নের জন্য এলজিইডির মাধ্যমে সার্কুলেশন দিয়েছেন। শিশুবান্ধব নগরী গড়তে হবে। মানুষকে হাটার উপযুক্ত পথ করে দিতে হবে এবং শহরকে সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন করতে হবে। কিন্তু একটি মহল আমাদের ফুটপাতে হাঁটার অধিকার কেড়ে নিয়েছে। ফুটপাত দিয়ে মানুষের হাঁটাচলা প্রতিবন্ধকতা করতে তাদের পৃষ্ঠপোষকতা করছে কয়েকজন জনপ্রতিনিধি। যারা শহরের ৫ থেকে ১০ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে।
এর আগে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ছিল ৮৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল। ২০১১ সালের ৩০শে অক্টোবর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভী। ওই বছরের ২৫শে জুন প্রথম পূর্ণাঙ্গ ৩০৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি।