|| সারাবেলা প্রতিনিধি,সাভার ||
ঢাকার ধামরাইয়ে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় সোনা বানু(৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহত ওই বৃদ্ধা উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের মারাপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী ।
মঙ্গলবার ১০ইনভেম্বর সকালে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা ওই বৃদ্ধার নিহতের বিষয়টি নিশ্চত করেন। এরআগে সোমবার রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি-হাতকোড়া আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, রাতে বড় ছেলের বাড়ি থেকে ফেরার পথে বাথুলি-হাতকোড়া আঞ্চলিক সড়কে বেপরোয়া একটি মোটরসাইকেল চলন্ত এক ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয় ।এতে ভ্যানটির চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে দ্রুত গতিতে এসে পথচারী সোনা বানুর শরীরে আঘাত করে ।এসময় ওই বৃদ্ধা গুরুত্র আহত হলে চিকিৎসার জন্য উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।
এবিষেয় ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা জানান,সড়ক র্দুঘটনায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে । তবে ঘটনার পর ভ্যান ও মোটরসাইকেল চালক পালাতক রয়েছে ।এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।