|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
ঢাকার ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কবিতা সরকার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে ।এঘটনায় উভয় গাড়ির অর্ন্তত পাঁচ জন ব্যক্তি আহত হয়েছে ।
রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কালামপুর বিসিক শিল্প নগরীর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত কবিতা সরকার ধামরায়ের কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী ।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বিসিক শিল্প নগরীর সংলগ্ন এলাকায় ঢাকাগামী গুলিস্থান-ধামইয়ে ডি লিংক যাত্রীবাহী বাসের সাথে আরিচাগামী সৌদিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে । এসময় আরিচাগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি উল্টে যায় ।পরে পথচারী ও স্থানীয়রা আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় । এসময় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । এঘটনায় ঘাতক দুই বাসকে আটক করলেও চালক ও তার সহযোগীরা পলাতক রয়েছে।