।। সারাবেলা প্রতিনিধি,সাভার ।।
ঢাকার ধামরাইয়ে ডাকাতের ছুরিকাঘাতে কালিপদ রাজবংশী (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে । এসময় আরো দুই মাছ ব্যবসায়ীকে আহত করেছে ডাকাতরা ।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ধামরাইয়ে কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে । নিহত কালিপদ রাজ বংশী আশুলিয়া নয়ারহাটের চকল গ্রামের বাসিন্দা ।
পুলিশ সুত্রে জানা গেছে, ভোরে তিন মাছ ব্যবসায়ী একটি ট্রাকে আরিচা যাচ্ছিলেন ।এসময় পিছনে থাকে আসা একটি বাস হঠাৎ ট্রাকটি’র গতিরোধ করে । পরে বাস থেকে ডাকাতরা নেমে অস্ত্রের মুখে জিম্মি টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
- ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
- কাবুলে আইএসের বোমায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ৯০ জন
এক পর্যায়ে ডাকাতের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ব্যবসায়ীদের আঘাত করে পালিয়ে যায় । এসময় রক্তাক্ত অবস্থায় কালিপদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে । এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।