ধামরাইয়ে করোনায় এক আইনজীবির মৃত্যু

|| অনলাইন প্রতিনিধি, সাভার ||
ঢাকার ধামরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ আব্দুল রহমান (৫০) নামে এক আইনজীবির মৃত্যু হয়েছে । গত ২৪ ঘন্টায় সাভারে আরো ২১ জন ও ধামরাই ১০ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।

শনিবার (১৩ জুন ) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর রিফফাত আরা ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা  ওই ব্যক্তির মৃত্যু ও নতুন করে সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ।

এসময় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর রিফফাত আরা জানান, গত ২৪ ঘন্টায় ধামরাই উপজেলার ইসলামপুরে এক আইনজীবি করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু বরণ করেছে । এনিয়ে করোনায় ধামরাই উপজেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়ে । অপর দিকে ধামরাইয়ে নতুন করে আরো ১০ জন সংক্রমিত হয়েছে । এনিয়ে ধামরাইয়ে মোট সংক্রমিত হয়েছে ২৮৩ জন ।

অপরদিকে  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা জানান, সাভারে  নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ২১ জন। এ নিয়ে সাভারে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৬৬১ জনে । সাভারে করোনায় সংক্রমিত হয়ে মোট ২১ জন ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । তবে গত ২৪ ঘন্টায় নতুন করে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও  জানান ওই চিকিৎসক ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন