ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহর মৃত্যুতে শিল্প প্রতিমন্ত্রীর শোক

সারাবেলা প্রতিবেদক :

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

আজ এক শোকবার্তায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, একজন ধর্মপ্রাণ ব্যক্তি , আলেমে দ্বীন ও বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে শেখ মোঃ আব্দুল্লাহ একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেন।

শেখ মোঃ আব্দুল্লাহর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ১৯৬৬’র ছয় দফা আন্দোলন, ১৯৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭০’র সাধারণ নির্বাচনসহ মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। স্বাধীনতার পর এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। শিল্প প্রতিমন্ত্রী গোপালগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে মরহুম শেখ আব্দুল্লাহর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, শেখ আব্দুল্লাহর মতো একজন গুণী, অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। শোকবার্তায় শিল্প প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন