|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সৌদি আরব প্রবাসীদের মেয়াদ বাড়াবে সৌদি সরকার। এ তথ্য জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “সৌদি সরকারকে অ্যাপ্রোচ করেছিলাম মেয়াদ বাড়ানোর জন্য, যাদের মেয়াদ অতিক্রান্ত হয়েছে।তারা এতে সাড়া দিয়েছে। রোববারে সৌদি মিশন খুলবে। যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা বাড়িয়ে নিতে পারবে।”
বুধবার ঢাকায় প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, আরবি সফর মাসে যাদের ইকামার মেয়াদ শেষ হবে, তাদের ইকামার মেয়াদও ‘ভ্যালিড বলে গণ্য হবে’। এছাড়া সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও স্বাভাবিকভাবে চলার অনুমতি দিয়েছে বলে জানান মন্ত্রী।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “সৌদি সরকার আমাদের বিমানের যতগুলো ফ্লাইট সেগুলো তারা ওপেন করে দিয়েছে। এখন আমাদের প্রবাসীরা সৌদি আরবে গিয়ে কাজকর্ম করতে পারবে।” তবে ফ্লাইট স্বাভাবিক হওয়ার পথ খোলায় সেগুলো ঘোষণা অনুযায়ী বিমানের বিশেষ ফ্লাইট চলবে কি-না, সে সিদ্ধান্ত নেবে বিমান কর্তৃপক্ষ।