|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
সাবেক ফারমার্স ব্যাংক, এখন যেটি পদ্মা ব্যাংক নামে অভিহিত, সেই ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার মামলায় অভিযুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। জালিয়াতির মাধ্যমে বিচারপতি সিনহাসহ ১১জন এই অর্থ নিয়েছেন এই মর্মে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
আদালত জানিয়েছে, সাবেক এই বিচারপতি দেশে না থাকায় তাকে পলাতক দেখিয়েই মামলার বিচার কাজ চলবে। উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতি দুর্নীতি-জালিয়াতিতে অভিযুক্ত হলেন।
বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেষ নাজমুল আলম মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য নেওয়ার কাজ শুরুর জন্য ১৮ই অগাস্ট দিন ঠিক করে দেন।
আসামিদের মধ্যে সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীকে অভিযোগ গঠনের শুনানির জন্য এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আর এ মামলায় জামিনে থাকা ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম এবং সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিনও এদিন আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় দুদুকের অন্যতম আইনজীবী রুহুল ইসলাম খান জানান, আদালতে হাজির তিন আসামিকে নিয়ম অনুযায়ী অভিযোগ পড়ে শুনিয়ে জানতে চাওয়া হয় তারা দোষী না নির্দোষ।
বাবুল চিশতী, শামীম ও সালাহউদ্দিন নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার চান। তাদের আইজীবীরা মামলা থেকে অব্যাহতিরও আবেদন করেন।
শুনানি শেষে বিচারক পলাতক আটজনসহ ১১ আসামির সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর সিদ্ধান্ত দেন।