|| অনলাইন প্রতিনিধি, মাদারীপুর ||
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। সুবজ গৌড়া নামের এই যুবকের বয়স ২৫। ঘটনাটি ঘটে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করে মর্মান্তিক এই খবর সবুজের স্বজনকে জানান নিহতের রুমমেট নাজমুল ইসলাম। শোকের ছায়া নেমে আসে স্বজনদের মাঝে।
নিহত সবুজ গৌড়া মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের মোবারক গৌড়ার ছেলে। সে গত ৭/৮ মাস আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন।
নিহতের চাচাতো বোন পলি আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে দক্ষিণ আফ্রিকা থেকে সবুজের রুমমেট নাজমুল ইসলাম দেশে ফোন করে জানান, দক্ষিণ আফ্রিকায় লকডাউন চলায় সেখানে দোকানে সিগারেট ও তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ। কিন্তু দক্ষিণ আফ্রিকান এক দুর্বৃত্তের কাছে সিগারেট বিক্রি করতে না চাইলে ওরা সবুজকে কুপিয়ে হত্যা করে। এসময় বশীর ও আকবর নামে আরো দুই বাংলাদেশী আহত হয়। আহতদের বাড়ি শরীয়তপুর জেলায়।
নিহতের খালাতো ভাই রাশেদুল ইসলাম শাওন বলেন, এই করোনার সময়ে সারা বিশ্ব একটি বিশেষ পরিস্থিতিতে। সরকার নিহত সবুজের লাশটি যেন আমাদের কাছে এনে দেওয়ার ব্যবস্থা করে।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/download-1-2.jpg?fit=300%2C156&ssl=1)