তথ্য ভবনে শিশু পরিচর্যা কেন্দ্র উদ্বোধন

রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবনে শিশু পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করেছে তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। বুধবার সকালে এ শিশু পরিচর্যা কেন্দ্রর উদ্বোধন করেন তিনি ।

|| বার্তা সারাবেলা  ||

রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবনে শিশু পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করেছে তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। বুধবার সকালে এ শিশু পরিচর্যা কেন্দ্রর উদ্বোধন করেন তিনি ।

ফলে তথ্য ভবনে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে কর্মরত কর্মজীবী মায়েরা তাদের শিশু সন্তানদের কাছে রেখে সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ সম্পাদনের সুযোগ পাবেন।

এ সময় তথ্য সচিব বলেন, সরকার নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মস্থলে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন তেমনই একটি উদ্যোগ। এর ফলে নারীরা সন্তান ও পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি কর্মক্ষেত্রেও দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন।

তথ্য ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত এ শিশু পরিচর্যা কেন্দ্রে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলা করার সুযোগ রয়েছে। শিশুদের বুকের দুধ পান করানোর জন্য পৃথক কর্নারও রয়েছে। ছয় বছর বয়স পর্যন্ত শিশুরা এ পরিচর্যা কেন্দ্রের সেবা গ্রহণ করতে পারবে।

শিশু পরিচর্যা কেন্দ্র ছাড়াও তথ্য সচিব ভবনের তেরো তলায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সুবিধা সংবলতি একটি প্রশিক্ষণ কক্ষের উদ্বোধন করেন।

পরে তথ্য সচিব কামরুন নাহার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্ভাবনী পরিকল্পনা বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করেন। তিনি সকলকে তাদের মেধা প্রয়োগের মাধ্যমে সরকারের সেবামূলক কার্যক্রমের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন