|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের ভয়ে উল্টো পথে পালাবার সময় রিকশা-পিকআপের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। সোমবার ১৬ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত যাত্রী ইয়াসির সোলাইমান (৩৫) ঢাকার মেরাদিয়া এলাকার বাসিন্দা ও আহত চালক শেরপুর জেলার নালিতাপাড়া থানার বাসিন্দা আশরাফুল ইসলাম (৩০)।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাবুল বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক পুলিশ দেখতে পেয়ে ব্যাটারিচালিত রিকশা উল্টো পথে পালাবার সময় একটি পিকআপের সাথে ধাক্কা লাগে। এতে যাত্রীসহ ছিটকে পরে যায় চালক।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় যাত্রী ইয়াসির সোলাইমান স্থানীয় প্রো একটিভ মেডিকেলে মারা যায়। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।