ঢাকা কলেজে অনলাইনে বিজ্ঞান মেলা

থমকে গেছে স্বাভাবিক জীবনযাপন। ভয়, আতঙ্ক আর মৃত্যুর খবরে তটস্থ মানুষ। করোনার ভয়াল থাকায় বিপর্যস্ত পুরো বিশ্ব। আর এই ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে গত দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।সারা দেশের হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের ব্যবস্থা করলেও অধিকাংশ শিক্ষার্থীরাই রয়েছে ক্লাস, পরীক্ষা সহ অন্যান্য শিক্ষা কার্যক্রমের বাইরে৷  আর এমন অবস্থায় অধিকাংশ শিক্ষার্থীরাই যখন ঘরে বসে অলস সময় পার করছেন ঠিক তখনই শিক্ষার্থীদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে অনলাইন বিজ্ঞান মেলার আয়োজন করেছে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব৷ 

‘DCDS DEUS EX MACHINA 1.0 ‘ নামের এই বিজ্ঞান মেলায় অলিম্পিয়াডস, কুইজ, রোবটিক্স ডিজাইন, সাইন্স-ফিকশন গল্প লেখা, পোস্টার ডিজাইন, সাইকোলজিক্যাল গেইটওয়ে,গেইম সহ মোট ১১ টি বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে৷ প্রতিযোগীরা নির্দিষ্ট লিংকে প্রবেশ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে এবং যেসব প্রতিযোগিতায় প্রজেক্ট জমা দিতে হবে সেসব প্রজেক্ট অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবে৷ অনলাইনে প্রজেক্ট জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ রা জুন৷ এছাড়া  ৪, ৫ ও ৬ জুন বিজ্ঞান মেলার  মূল প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে৷ স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহন উন্মুক্ত করা হয়েছে৷ 

বিজ্ঞান মেলায় অংগ্রহনকারীদের ফলাফল ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি ৷ এর আগে একাধিকবার কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান মেলার আয়োজন করলেও এবারই প্রথম অনলাইন ভিত্তিক বিজ্ঞান মেলার আয়োজন করেছে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব৷ 
ভিন্নধর্মী এই অনলাইন বিজ্ঞান মেলার আয়োজন সম্পর্কে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সভাপতি মীর তানজীদ আহমেদ বলেন, করোনার এই সময়ে শিক্ষার্থীরা ঘরে বসেই সময় কাটাচ্ছেন৷ শিক্ষার্থীদের এই অলস সময়কে সৃজনশীলতার কাজে লাগানের উদ্দেশ্যই আমাদের এই আয়োজন৷ অলনাইন এই বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন