|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ তিন বছর বৃদ্ধির প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মঞ্জুর মোরশেদ এ রিট দায়ের করেন।স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
রিটকারীর আইনজীবী তানভীর আহমেদ বলেন, আগামী সপ্তাহে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ১৯শে সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন দিলে ষষ্ঠবারের মতো এ পদে বসতে যাচ্ছেন তিনি।
এর আগে ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক(এমডি) পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার পদের মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ই অক্টোবর তার পঞ্চম নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে বৃহস্পতিবার ওয়াসার বিশেষ বোর্ড সভার আয়োজন করা হয়। সভার একমাত্র আলোচ্য বিষয় ছিল- তাকসিম এ খানকে আরও তিন বছরের জন্য নিয়োগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো।
বোর্ড সভায় সভাপতিত্ব করেন ওয়াসার বোর্ড সদস্য ও সরকারদলীয় সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। এক ঘণ্টার এ জুম মিটিংয়ে তাকসিম এ খানসহ নয়জন অংশ নেন বলে জানা গেছে।