দেশের নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি যারা জীবিকা বন্ধ হওয়ার কারণে অত্যন্ত কষ্টে দিনানিপাত করছে তাদের কাছে জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী পৌছানোর পৌছে দিচ্ছে দেশের বিভিন্ন বিভিন্ন সংগঠনের সমন্বিত প্ল্যাটফরম সেবা সমন্বয়। ফেইসবুক অথবা নির্ধারিত ফোন নম্বরে ফোন করলে এই সহযোগিতা পৌছানের প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে।
এ কার্যক্রমের ধারাবাহিকতায় সেবা সমন্বয়ের পক্ষ থেকে আজ ২৯ মে, ২০২০ তারিখে ঢাকার খিলক্ষেত, মিরপুর-১, মিরপুর ৬০ ফিট, মিরপুর-১০, পাইকপাড়া, মিরপুর-১৪, শেওড়াপারা, যাত্রাবাড়ী, মীরহাজীরবাগ, ধোলাইপার, হাজারীবাগ, রায়ের বাজার, ডেমরা, কামরাঈীচর, ধলপুর, বাড্ডা, মোহাম্মাদপুর, পুরনো ঢাকা, গোলাপবাগ, ভাটারা, বসুন্ধরা আ/এ, জুরাইন, সায়দাবাদ, কমলাপুর, মতিঝিল, কদমতলী, গ্যান্ডারিয়া, শান্তিনগর, মুগদা, মান্ডা, মানিকনগর ও খিলগাঁও এলাকার মোট ১৮১টি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি/উপহার পৌছানো হয়েছে।
প্রতি পরিবারের জন্য, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ০.৫ কেজি ডাল, ৫০০ এমএল সয়াবিন তেল, ও ১টি মিষ্টি কুমড়া প্রদান করা হয়।
পরিবারে শিশু থাকলে শিশুপ্রতি অতিরিক্ত ১ লিটার তরল দুধ, ১ ডজন ডিম, ৫০০ গ্রাম সুজি ও ৫০০ গ্রাম চিনি প্রদান করা হয়।
এছাড়া পরিবারে গর্ভবতী মহিলা থাকলে অতিরিক্ত ১ লিটার তরল দুধ, ১ ডজন ডিম ও ১ ডজন কলা প্রদান করা হয়।
‘সেবা সমন্বয়’ তার সমন্বয় কার্যক্রমের আওতায় সারা দেশে ত্রাণ/সহযোগিতা কার্যক্রমে যুক্ত রয়েছেন এরূপ ১০০টি সংগঠনের সাথে যোগাযোগ করে একটি ডাটাবেইজ প্রস্তুত করেছে যার মাধ্যমে কোন কোন এলাকায় জরুরী সহযোগিতা প্রয়োজন তা নির্ণয় করা হচ্ছে এবং সেই সাথে যে সকল সংগঠন ঐ এলাকা বা তার আশেপাশের এলাকায় স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনা করছে তাদের তথ্য সহযোগিতার দ্বারা অবহিতকরণের মাধ্যমে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সাহায্য সামগ্রী দূর্গত এলাকায় পৌছানো সম্ভব হচ্ছে।