|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
অর্থপাচারের অভিযোগে দায়ের করা দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন শুনানি পিছিয়ে আগামী ২৪শে সেপ্টেম্বর দিন ধার্য্ করা হয়েছে।
রোববার রায়ের অনুলিপি না আসায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ ‘নট টুডে এন্ড টুমোরো’বলে আদেশ দেন।
এদিন আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমদ রাজা। অপরদিকে দুদকের পক্ষে শুনানী করেন আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে গত ২০শে আগস্ট অর্থ পাচারের দুই মামলায় রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পাশাপাশি এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেন রফিকুল আমিন।
২০১২ সালের ৩১শে জুলাই রফিকুল আমিনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে কলাবাগান থানায় দুটি মামলা দায়ের করা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।