।।সারাবেলা প্রতিনিধি, শরীয়তপুর।।
শরীয়তপুর জেলার ডামুড্যায় দুঃস্থ রোগীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।
এ সময় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ১৪জন রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান সহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওবায়দুল রহমান।