ট্রায়ালে পুলিশের মুভমেন্ট পাস অ্যাপ

জরুরি পণ্য সামগ্রী ও সেবা সরবরাহের সঙ্গে যারা জড়িত তাদের মুভমেন্ট পাস দেয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে পুলিশ। আর এজন্য এরইমধ্যে একটি অ্যাপ ডেভেলপ করা হয়েছে। যা অন ট্রায়ালে (পরীক্ষাধীন) রয়েছে।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান। 

তিনি বলেন, অ্যাপটি পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তারা সেটি ব্যবহার করে সুবিধা-অসুবিধা সম্পর্কে আমাদের জানাবেন। এরপর সার্বিক বিষয় যাচাই করে এটার পারফেকশন দেয়ার চেষ্টা করবো। শেষ পর্যন্ত যদি মনে হয় জনসাধারণের কল্যাণে ও স্বার্থ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তখনই ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। অল্প সময়ের ভেতরই আমরা এটি করতে পারবো।

সংবাদ সারাবেলা/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন