ট্রলারে মোটরসাইকেল নিয়ে পদ্মা পাড়ি

নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল বন্ধ থাকায় ট্রলারে করে মোটরসাইকেল নিয়ে পদ্মা পার হচ্ছেন অধিকাংশ যাত্রীরা। শুক্রবার ৪ সেপ্টেম্বর দুপুরে মোটরসাইকেল আরোহীদের ট্রলারে করে পদ্মা পার হতে দেখা গেছে। ট্রলারে মোটর সাইকেল প্রতি ভাড়া নেয়া হচ্ছে ৫শ' থেকে ৬'শ টাকা।

।। সারাবেলা প্রতিনিধি, শিবচর ।।

নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল বন্ধ থাকায় ট্রলারে করে মোটরসাইকেল নিয়ে পদ্মা পার হচ্ছেন অধিকাংশ যাত্রীরা। শুক্রবার ৪ সেপ্টেম্বর দুপুরে মোটরসাইকেল আরোহীদের ট্রলারে করে পদ্মা পার হতে দেখা গেছে। ট্রলারে মোটর সাইকেল প্রতি ভাড়া নেয়া হচ্ছে ৫শ’ থেকে ৬’শ টাকা।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে শিমুলিয়া ঘাট থেকে ক্যামেলিয়া ও কলমিলতা নামের দুটি ফেরি শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওনা হলে চ্যানেলমুখে এসে নাব্যতা সংকটের কারনে বাধাপ্রাপ্ত হয়। ডুবোচর থাকায় ফেরিদুটো চ্যানেল অতিক্রম করতে না পেরে পুনরায় শিমুলিয়া ঘাটে ফিরে যায়। এরপর কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। এছাড়াও সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত গত শনিবার থেকে ১২ ঘন্টা করে রাত্রিকালীন সময়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে মোটরসাইকেল আরোহীরা পদ্মা পার হচ্ছেন। তাদেরকে অধিক ভাড়া দিয়ে ট্রলারে করে পদ্মা পার হতে দেখা গেছে। 

মোটরসাইকেল আরোহীরা জানান, ‘ফেরি চলাচল বন্ধ। ঢাকার উদ্দেশ্যে অনেক দূর থেকে এসেছি। পরে দেখি ট্রলারে মোটরসাইকেল উঠাচ্ছে। ৫ শত টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেল আরোহীরা ট্রলারে করে পদ্মা পার হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ট্রলার চালক জানান,’ফেরি বন্ধ। মোটরসাইকেল আরোহীদের নিয়েই শিমুলিয়ার উদ্দেশ্যে ট্রলার যাবে। মোটরসাইকেল আরোহীদের আগ্রহের কারনেই ট্রলারে করে তাদের পার করা হচ্ছে।’

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে,’গত এক সপ্তাহ ধরে ফেরি চলাচল ব্যহত হওয়ায় ঘাট এলাকায় পন্যবাহী পরিবহনের বেশ চাপ তৈরি হয়েছে। সকাল থেকে নাব্যতা সংকটের কারনে ফেরি বন্ধ থাকায় বিপাকে পরেছে যাত্রীরা। অনেককেই ফিরে যেতে দেখা গেছে।’

এদিকে গত শনিবার থেকেই নৌরুটে নাব্যতা সংকটের কারনে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ১২ ঘন্টা সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া দিনে ছোট ৫/৬ টি ফেরি চলাচল করে। বৃহস্পতিবার নাব্যতা সংকটের কারনে দুটি মাঝারি ফেরি চ্যানেল অতিক্রম করতে না পারলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।’

বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা(শিমুলিয়া) আহমদ আলী জানান,’নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল করতে পারছে না। এ জন্য সকাল থেকে ফেরি বন্ধ রয়েছে। সকালে দুটি ফেরি চ্যানেল অতিক্রম করতে গেলে ডুবোচরে বাধাপ্রাপ্ত হয়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন