|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
জাতীয় জাদুঘর ও সারাদেশের সাতটি শাখা জাদুঘরে মাস্টাররোলে কর্মরতরা চাকরি থেকে আকষ্মিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন।
বুধবার সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ও পরে তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫-৬ বছর ধরে জাতীয় জাদুঘর ও সাতটি শাখা জাদুঘরে কর্মরতদের চাকরি থেকে বিদায় করা হচ্ছে। গত ২৩শে সেপ্টেম্বর বৃহষ্পতিবার জাদুঘরের সাপ্তাহিক ছুটির দিনে আকষ্মিক নোটিশ জারি করে মাস্টাররোলের কর্মীদের পরদিন ২৪শে সেপ্টেম্বর থেকে চাকরিতে না আসতে বলা হয়। এমনকি তাদের সেপ্টেম্বর মাসের বেতন বিল না করারও নির্দেশনা দেয়া হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মাস্টাররোলে নিয়োগের সময় তাদের আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়। এখন কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়াই তাদের দায়সারাভাবে নোটিশ দিয়ে চাকরি থেকে বিদায় করার উদ্যোগ নেয়া হয়েছে।
জাদুঘরের কয়েকজন কর্মচারী অভিযোগ করেছেন , এর আগে মাস্টাররোলের ১০ কর্মীকে চাকরিচ্যুতির নোটিশ দেয়া হয়। পরে তাদের কয়েকজন বিভিন্নভাবে টেলিফোন করিয়ে চাকরি বাঁচাতে সমর্থ হন। এভাবে চললে যাদের জন্য টেলিফোন করার কেউ নাই তারা অসহায় হয়ে পড়বে।