|| বার্তা সারাবেলা ||
করোনাকালে দেশের স্বাস্থ্য অব্যবস্থাপনাকারীদের তাদের পদ থেকে সরিয়ে দেওয়া আর বিচার দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছে জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদ। আসছে শনিবার ৮ই আগস্ট সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের প্রতিবাদ সমাবেশের মূল বক্তব্য ঠিক করতে বৃহস্পতিবার বিকেল তিনটায় ফেইসবুক পেজে জুমের মাধ্যমে সরাসরি লাইভ প্রেসব্রিফিং করবে জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদ। এতে সভাপতিত্ব করবেন জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদের আহ্বায়ক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে উপস্থিত থাকবেন জনস্বাস্থ্য গবেষক ডা. শামীম তালুকদার।
জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদের অফিসিয়াল ফেজবুক পেজ লিংকঃ https://www.facebook.com/National-Management-Improvement-Council-NMIC-642874149666258/ এ জুম কনফারেন্সের মাধ্যমে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে।
সংবাদ সূত্র: বিজ্ঞপ্তি।