।।সারাবেলা প্রতিবেদন, ঢাকা।।
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সংজ্ঞা ফিরেছে। ঢাকাস্থ জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে বৃহষ্পতিবার রাতে ওয়াহিদার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।
গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকালে হেলিকপ্টারে তাকে ঢাকার এনে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ওয়াহিদার মাথায় প্রায় দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে।
ওয়াহিদার স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে।
এদিকে ওয়াহিদার উপর হামলায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার ভোরে হাকিমপুর উপজেলার কালীগঞ্জ থেকে স্থানীয় এক যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরের আবুল কালামের ছেলে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এবং রানীগঞ্জের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম।