চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রসাশক নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্ট

গত ৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়ালকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রশাসক নিয়োগ দেওয়া হয়।প্রশাসক নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সবশেষ মেয়াদে দায়িত্ব পালনকারী কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন

।।সারাবেলা প্রতিবেদন, ঢাকা।।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রশাসক নিয়োগ কেন অবৈধ ও বেআইনি  ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রশাসক নিয়োগের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও আইনজীবী মুশফিকুর রহমান।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়ালকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

প্রশাসক নিয়োগের চিঠিতে উল্লেখ করা হয়, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১০ ধারা অনুযায়ী মোহাম্মদ আব্দুল আউয়াল, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ প্রদর্শক সমিতির প্রশাসক নিয়োগ করা হয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে যে, প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে এবং তা মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। 

প্রশাসক নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সবশেষ মেয়াদে দায়িত্ব পালনকারী কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন