|| সারাবেলা ডেস্ক ||
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ)-এর ঢাকা কেন্দ্র। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যামে মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যৌথভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পদাধিকারবলে বান কি মুন জিসিএ’রও সভাপতির দায়িত্ব পালন করছেন।
জলবায়ু অভিঘাতের ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন -বাংলাদেশ এর ভূমিকা সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাতে ঢাকা কেন্দ্রের উদ্বোধনের পর অনুষ্ঠিত হবে সাংবাদিক সম্মেলন। ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদফতর থেকে অনলাইন প্লাটফর্ম ZOOM এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে সাংবাদিকদের ব্রিফ করবেন, পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর বিশেষ দূত ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ,কে,এম রফিক আহাম্মদ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন এর রিজিওনাল ডাইরেক্টর আহমদ শামীম আল রাজী জুম প্লাটফরমে অংশ নেবেন।
পরিবেশ অধিদফতরের এই জুম কনফারেন্সে অংশ নিতে https://us02web.zoom.us/j/82670512216 এই লিংকে সংযুক্ত হতে সাংবাদিকদের প্রতি অনুরোধ করা হয়েছে।
সংবাদসূত্র : বিজ্ঞপ্তি।