গ্যাস থেকে মসজিদে বিস্ফোরণ হতে পারেঃ সিআইডির ডিআইজি

নারায়ণগঞ্জে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনার মামলাটি পেশাগত সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি মাঈনুল হাসান। শনিবার ১২ সেপ্টেম্বর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি একথা বলেন।

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনার মামলাটি পেশাগত সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি মাঈনুল হাসান। শনিবার ১২ সেপ্টেম্বর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে। তবে সিআইডি অন্যান্য তদন্ত কমিটির রিপোর্ট হাতে নিয়ে তাদের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। সিআইডি এই প্রতিবেদনটি দ্রুত সম্পন্ন করে মামলা পরিচালনা করবে বলে জানান তিনি।

    গত ৪ সেপ্টেম্বর এশারের নামাজ পড়ার সময় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হলে পরপর ৩১ জন মারা যায়। পাঁচ জনের অবস্থা এখনো আশঙ্কা জনক রয়েছে।

    বিস্ফোরণ ঘটনার একদিন পর ফতুল্লা থানায় একটি মামলা হয়। গত বৃহস্পতিবার মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    সংবাদ সারাদিন