|| সারাবেলা প্রতিনিধি , গোপালগঞ্জ ||
গোপালগঞ্জে গোবরা ইউনিয়নের ১৭ রত্নগর্ভা মা’কে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার রাতে ঘোনাপাড়া জামান সেন্টারের সামনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদ আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে রত্নগর্ভা মায়েদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
সম্মাননাপ্রাপ্ত রত্নগর্ভা মায়েরা হলেন, শাহিনা চৌধুরী, নাহিদা বেগম, কানিজ করিম বদর জাহান, মেহেরুন্নেসা, চৌধুরী জুলিয়া আলম, মনোয়ারা বেগম, সুজাতা বালা, হাফেজা খাতুন, ঝর্ণা বিশ্বাস, সেলিনা চৌধুরী, হেলেনা বেগম, মুন্নুজান বেগম, সুলেখা রানী বিশ্বাস, আঞ্জুমানারা বেগম, জাহানারা বেগম, নুরিয়া বেগম ও লায়লা আরজুমান দোলা।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে শুভচ্ছো বক্তব্য রাখেন, আয়োজক গোবরা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান শফিকুর রহমান চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ।