সারাবেলা প্রতিবেদক, ঢাকা
শর্ত সাপেক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭ই মে বৃহস্পতিবার থেকে পাঁচ ওয়াক্ত ও তারাবিহ নামাজ মসজিদে আদায় করতে পারবেন মুসল্লিরা।
বুধবার ৬ মে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামীকাল যোহরের নামাজ থেকে সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত ও তারাবিহ নামাজ আদায় করতে পারবেন। তবে করোনা প্রতিরোধে সকল প্রকার স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।
করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে সামাজিক দূরত্ব এবং বিচ্ছিন্নতা রক্ষার জন্য দেশের সকল মসজিদগুলোতে নামাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।সে নিষেধাজ্ঞায় পাঁচ ওয়াক্ত নামাজে ইমামসহ ৫ জন এবং জুম্মার নামাজে সর্বোচ্চ ১০জন নিয়ে নামাজ আদায় করার বিধি নিষেধ আরোপ করা হয়েছিল।
করোনার ঝুঁকি নিয়ে গত শনিবার সারাদেশে খুলেছে শিল্প কারাখানা। রোজার ঈদ সামনে রেখে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার।এর ফলে মুসলিম ধর্মালম্বিরা মসজিদে নামাজ আদায়ের জন্য সরকারের কাছে আবেদন জানালে মসজিদ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
সসা/এসএম/সেখা