কারোনায় আক্রান্ত তথ্যসচিব কামরুন নাহার

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁর একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

সংক্রমণ ধরা পড়ায় বাড়িতেই আইসোলেশনে আছেন তথ্য সচিব কামরুন নাহার। তাঁর স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম ‘এখন পর্যন্ত সুস্থ আছেন’ বলে জানিয়েছেন তাঁর একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।

তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, কামরুন নাহার ৩১শে ডিসেম্বর ২০১৯ তারিখে তথ্য মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন