|| সারাবেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর) ||
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচলে স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করেছে। গত ১ মাস ধরে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকার পর মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে ফেরি চলাচল শুরু করেছে। নৌরুটে ডাম্প ফেরিসহ ৯টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে চলাচল করছে। এতে পারাপারে আগের চেয়ে প্রায় আধ ঘন্টা সময় বেশি ব্যয় হচ্ছে।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, নাব্য সংকটে দীর্ঘ দিন ধরেই কাঁঠালবাড়ি-শিমুলীয়া নৌরুটে ফেরি চলাচল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২২ দিন কখনে বন্ধ আবার সীমিত আকারে চলাচল থাকার পর গত শনিবার সকাল থেকে জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে পরীক্ষামূলকভাবে কেটাইপ ফেরি কুমিল্লা, ফরিদপুর, কাকলী, কর্নফুলীসহ ৫টি ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
সোমবার থেকে টি ডাম্ব ফেরি চলাচলও শুরু হয়। আজ মঙ্গলবার সকাল থেকে ফেরি ক্যামেলিয়াও চলাচল করছে। তবে ফেরিগুলো ধারন ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে নতুন চ্যানেল দিয়ে চলাচল করায় আগের চেয়ে প্রায় আধ ঘন্টা সময় বেশি লাগছে। ২২ দিন পর দিনের বেলা সীমিত আকারে ফেরি চলাচল করলেও সন্ধার পর ফেরি বন্ধ রাখা হতো। তবে রবিবার সন্ধার পর থেকে ২/৩ টি ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ। তবে সন্ধার পর চলাচলকারী ফেরিগুলো অধিক সতর্কতা অবলম্বন করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।এদিকে নাব্য সংকটের কারনে এরুটে চলাচলকারী লঞ্চ ও স্পিডবোটগুলোও প্রায়ই ডুবোচরে আটকে যাচ্ছে।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন বলেন, রবিবার ও সোমবার রাতভর ২/৩ টি কেটাইপ ফেরি সতর্কতার সাথে চলাচল করেছে। আজ সকাল থেকে চারটি ডাম্ব ফেরিসহ ৯টি ফেরি চলাচল করছে।