করোনা পরিস্থিতিতে দেশে খাদ্যের সংকট হবে না : মাদারীপুরে শাজাহান খান


সদর উপজেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুরে মঙ্গলবার সকালে করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও হতদরিদ্র অসহায় ৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।  
এসময় শাজাহান খান বলেন, ‘অসহায় হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার। প্রত্যেক এলাকার এসব দরিদ্র মানুষের তালিকা তৈরী করে ত্রাণ দেয়া হচ্ছে। ভয়ের কিছুই নেই, করোনা ভাইরাস মোকাবেলায় দেশে খাদ্যের কোন সংকট হবেনা। সবাইকে সরকারি বিধি মেনে চলতে হবে, এতেই করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে’
স্থানীয় সমাজসেবক কমলেশ ভক্তের উদ্যোগে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে অসহায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলুসহ সাবান দেয়া হয়েছে।
এ সময় শাজাহান খান প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করেন। এছাড়া বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা ও নিয়মিতভাবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আহবান জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন