|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুইজনই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আনু মুহাম্মদ নিজেই জানিয়েছেন, নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস ‘পজেটিভ’ আসার পর তিনি রোববার হাসপতালে ভর্তি হয়েছেন। এরআগে ২৮শে জুলাই তার স্ত্রী শিল্পী বড়ুয়ার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। পরে শনিবার ঈদের দিনে তাকে মুগদা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।