করোনায় হেরে গেলেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুর

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

করোনার কাছে হেরে গেলেন রাজধানী সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা আক্রান্ত নিলুফার মঞ্জুর মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

গেল চল্লিশ বছর ধরে এই শিক্ষাবিদ জড়িয়ে ছিলেন নিজের প্রতিষ্ঠিত স্কুল সানবিমসের সঙ্গে। ১৯৭৪ সালের ১৫ই জানুয়ারি তিনি ইংরেজি মাধ্যমের এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। নিজেকে যুক্ত রেখেছিলেন সামাজিক বিপণনের সঙ্গে।

১৯৬৬ সালে সৈয়দ মঞ্জুর এলাহীর সঙ্গে নিলুফারের বিয়ে হয়। ১৯৭৪ সালে তিনি যখন সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন, তখন তাদের দুই সন্তানই ছোট। জনতা ব্যাংক থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে ডেস্ক আর বেঞ্জ কিনে ইন্দিরা রোডে নিজের বাসায় সেই স্কুলের গোড়াপত্তন করেন নিলুফার মঞ্জুর। বর্তমানে ধানমণ্ডি ও উত্তরায় এ স্কুলের দুটি শাখায় প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে।

প্রিয় অধ্যক্ষের মৃত্যুর খবরে সানবিমস স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে শোক প্রকাশ করেছেন ফেইসবুকে। তাদের একজন নিলুফার মঞ্জুরকে বর্ণনা করেছেন ‘ট্রু নেশন বিল্ডার’ হিসেবে।

সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের বলেন, “আমরা সবাই আসলে খবরটা পেয়ে ভেঙে পড়েছি।”

স্কুলের সাবেক ছাত্র আফতাবউদ্দিন আহমেদ ফেইসবুকে লিখেছেন, শিক্ষার্থীরা আজ তাদের মেন্টরকে হারালো, যিনি ছিলেন তাদের সম্মিলিত শৈশবের একক অভিভাবক। তিনি ছিলেন মায়ের মত, অথবা একজন মাতামহীর মত, যিনি আমাদের পরিবারেরই একজন। একজন শিক্ষাবিদ হিসেবে তার সামাজিক অবদান তুলনাহীন। খবরটি শোনার পর থেকে খুব অস্থির লাগছে।”

বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী তার স্বামী। মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর, মেয়ে মুনিজ মঞ্জুর, পুত্রবধূ ডা. সামিয়া হক, ছয়জন নাতি-নাতনি, বোন ইয়াসমিন হক এবং ভাই জসীম চৌধুরীকে রেখে গেছেন নিলুফার। তার বিদেহি আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ প্রটোকল ও স্বাস্থবিধি মেনে সীমিত আকারে জানাজার পর নিলুফার মঞ্জুরকে দাফন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন