করোনায় সামাজিক কার্যক্রমের প্রামাণ্যচিত্র নির্মাণ

||অনলাইন প্রতিনিধি , মাদারীপুর||

মাদারীপুরে নতুন করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে সামাজিক কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে স্থানীয় ‘নবগ্রাম যুব সমাজ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার ১৫ জুন সকালে প্রামাণ্যচিত্রটির অনলাইনে প্রকাশ করে শুভ উদ্বোধন করেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।

প্রামাণ্যচিত্রটিতে উঠে এসেছে মাদারীপুরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যুব সংগঠনটির জেলার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করা, বাড়ি বাড়ি গিয়ে করোনায় বিপদগ্রস্থ গ্রামের পরিবারগুলোকে খাদ্য সামগ্রী বিতরণ করা, কৃষকরা ধান কেটে সহজে বাড়ি পৌঁছে আনার সুবিধার্থে খালের কচুরি পরিস্কারকরণ এবং এসব কার্যক্রম জাতীয় গণমাধ্যমে উঠে আসার চিত্রও তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে।

নবগ্রাম যুব সমাজের আহবায়ক নৃপেন বৈদ্য বলেন, ‘আমরা করোনা শুরু হওয়ার পর থেকেই নবগ্রাম যুব সমাজ শুধু নবগ্রাম ইউনিয়নেই নয়; মাদারীপুর ও কালকিনিতেও আমাদের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। করোনা ভাইরাস দেশে এখন মহামারিতে রূপ নিতে যাচ্ছে; সেজন্য আমরা জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি।

প্রামাণ্যচিত্রটি দেখতে এসে কথাসাহিত্যিক ও সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক বলেন, ‘এটি একটি সাধারণ প্রামাণ্যচিত্র নয়। এই প্রামাণ্যচিত্রটি এখন মাদারীপুরের করোনা মোকাবিলার একটি জীবন্ত ইতিহাস হয়ে গেছে। ভবিষ্যতে সময়ের প্রয়োজনে এই প্রামাণ্যচিত্রটি মূল্যায়িত হবে বলে প্রত্যাশা করছি।

প্রামাণ্যচিত্রটির উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, নবগ্রাম যুব সমাজের এই সকল কার্যক্রম আমাদের সকলের জন্য একটি দৃষ্টান্ত ও অনুকরণীয় কার্যক্রম হিসেবে আমরা ধরে নিয়ে কাজ করলে সমাজ ও দেশের মানুষের উপকার হবে। আমরা আশা করছি, নবগ্রাম যুবসমাজ সব সময় এইসব কার্যক্রম পরিচালনা করবে।

সসা/ইমদাদুল/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন