করোনায় মুক্তি পাচ্ছে নাঃগঞ্জের ২০৫ কারাবন্দী

সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দীর্ঘদিন সাজা ভোগ, ছোটখাটো অপরাধ ও অধিক বয়স্ক কারাবন্দী এমন ২০৫জনকে মুক্তির  জন্য  তালিকা করেছে নারায়ণগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।
জেলা কারা সুপার সুভাষ কুমার ঘোষ জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক  নারায়ণগঞ্জ জেলা কারাগারে বিভিন্ন মামলার কারাবন্দীদের তালিকাভুক্ত করে মুক্তির প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে। তালিকায় উল্লেখিত ২০৫ জনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা অনুমোদন পাবেন তারাই কেবল মুক্তি পাবেন।
তিনি আরও জানান, বর্তমানে প্রায় ১৮০০ জন কারাবন্দী রয়েছেন যেখানে আসামী ধারণ ক্ষমতা রয়েছে ৩০০ জনের। তাদের পর্যবেক্ষনে  কারারক্ষী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন মোট ১৫০ জন।
কারাবন্দীদের করোনা প্রভাব থেকে নিরাপদে রাখার জন্য কারা কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। যারা আগে থেকেই বন্দী আছে তাদেরকে নিজেদের মধ্যে কুশল বিনিময় ও পাশাপাশি বসে থাকা থেকে বিরত রাখা হচ্ছে। একইসঙ্গে তাদের নিয়মিত হাত ধোয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা  করা হয়েছে।
যারা নতুন বন্দী আসছে তাদের করোনা ভাইরাস পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ওয়ার্ডে নেওয়া হচ্ছে। কারাবন্দীদের জন্য ৫ সদস্যের মেডিকেল টিম নিয়মিত তাদের পর্যবেক্ষণ করছে।
এছাড়া তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরী প্রয়োজনে কারাগারের ভিতরে ও কারাগারের বাহিরে ১০টি টেলিফোনের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে ৫শ’ পরিবারকে খাদ্য সামগ্রী দিল জেলা কারাকর্তৃপক্ষ

                     #  করোনায় মুক্তি পেতে পারে ৩ হাজার হাজতি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন