করোনায় মারা গেলেন ঢাকা ১৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন আওয়ামী লীগ নেতা ও ঢাকা ১৩ আসনের (মোহাম্মদপুর-ধানমন্ডি) সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মকবুল হোসেন। রোববার ২৪শে মে রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান।

তিনি বলেন, তার করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। ফজলুর রহমান আরও জানান, ১৪ই মে মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থসহায়তা দেন তিনি। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ফজলুর।

শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজের মালিক ছিলেন মকবুল হোসেন। তিনি একাধিক ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। সিটি ইউনিভার্সিটিতে মালিকানার পাশাপাশি মোহাম্মদপুরে নিজের নামে কলেজও রয়েছে তার। তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিরও মালিক। এছাড়া তার মালিকানায় রয়েছে এ্যমিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল, মোনা ফিন্যান্স ইত্যাদি।

তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। হাজী মকবুল হোসেন ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন