সারাবেলা প্রতিবেদক, নাঃগঞ্জঃ
দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত তিন জনের মধ্যে দুই জনই ছিল নারায়ণগঞ্জের, তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মত নারায়ণগঞ্জের বন্দরে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ড. ইমতিয়াজ ও বন্দর থানার ওসি রফিকুল ইসলাম সূত্রে জানাগেছে, গত ৩০ শে মার্চ ঢাকার কূর্মিটোলা হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সেদিনই তার নিজ গ্রামে দাফন করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে করোনা সন্দেহে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা জান। পরে মৃত ঐ নারীর নমূনা সংগ্রহ করে আইইডিসিআর। বৃহস্পতিবার (২রা এপ্রিল) তার করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসে।
এ ঘটনা জানার পর বন্দরের ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় প্রশাসন অবস্থান করছেন এবং রাতেই ঐ এলাকা লক ডাউন করা হয়। লকডাউনে আটকা পড়েছে প্রায় ১০০ পরিবার।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম দৈনিক সংবাদ সারাবেলাকে জানান, রসুলবাগ এলাকায় আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। পুলিশ কঠোর অবস্থানে আছে যাতে কোন লোকজন বের না হতে পারে।মৃত নারীর রিপোর্ট পজেটিভ আসায় নারায়ণগঞ্জ সিভিল সার্জনকে জানানো হলে তার নির্দেশনা অনুযায়ী লক ডাউন করা হয় এলাকাটি ।
জেলা সিভিল সার্জন ড. ইমতিয়াজ জানান, ঘটনা জানার পর রসুলবাগ এলাকাটি লক ডাউনের নির্দেশনা দিয়েছি। আইইডিসিআর এর পক্ষ থেকে শুক্রুবারে সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে এবং পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
প্রচ্ছদ » খেলা সারাবেলা » করোনায় নারায়ণগঞ্জে প্রথম মৃত্যু, এলাকা লকডাউন