করোনায় আক্রান্তের রেকর্ড নারায়ণগঞ্জে

সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ

করোনার হটস্পট নারায়ণগঞ্জে একদিনে রেকর্ড পরিমানের করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪৯ জন।  

মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) এর ওয়েবসাইটে এ তথ্য জানা যায়। ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য অনুসারে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় মোট ১৫০জন, নতুন করে সুস্থ ও মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত । যা একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা একই সাথে দেশে করোনা আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে জেলাটি ।

এদিকে জেলা সিভিল সার্জনের তথ্য মতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪ জন যেখানে ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। নতুন করে সুস্থ ও মৃত্যুর সংখ্যা পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছিলেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় এ পর্যন্ত মোট ২৪২৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।যার নধ্যে  গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬০ জনের। জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি সিটি করপোরেশন এলাকায়। এ পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্তের হার ৬৭ দশমিক ৯২ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন