|| অনলাইন প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
ওষুধ ও নিত্যপণ্য বিক্রি প্রতিষ্ঠানে করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় এবং আইন না মানায় নারয়ণগঞ্জে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১৮ জনকে জরিমানা করেছে র্যাব -১১।
বৃহস্পতিবার ১৬ই এপ্রিল সকালে নারায়ণগঞ্জের চাষাড়ায় র্যাব-১১ এর নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ১৮ জনকে মোট ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
দন্ডিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সুগন্ধা বেকারি, আদি ফুডল্যান্ড বেকারি, ফুডল্যান্ড বেকারি, লাজফার্মা ও রনি ফার্মেসি। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সিপিএসসি মো. জসিম উদ্দীন চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, নারায়ণগঞ্জ একটি শিল্প অধ্যূষিত ও জনবহুল এলাকা। যে কারণে ওষুধ ও নিত্যপণ্যের দোকাগুলোতে প্রচুর মানুষ আসছেন পণ্য কিনতে। কিন্তু প্রতিষ্ঠানমালিকরা করোনা সংক্রমণ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। যারা আইন মানছে না ও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না তাদেরকেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও অন্যান্য শাস্তি দেওয়া হচ্ছে।#
প্রচ্ছদ » করোনায় আইন না মানায় ৫ প্রতিষ্ঠান ও ১৮জনকে জরিমানা