করোনা সংক্রমণে প্রাণ গেল আরো ৩৯ জনের

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গেল চব্বিশ ঘন্টায় আরও ৩৯ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন।

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গেল চব্বিশ ঘন্টায় আরও ৩৯ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। সবশেষ এই সংখ্যা নিয়ে দেশে প্রাণঘাতি এই ভাইরাস সংক্রমণে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩১ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ৪০১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন হল।

শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। আইইডিসিআরের হিসাব উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসা-বাড়ি ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এমন আরও ৩ হাজার ৬২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ই মার্চ, তা আড়াই লাখ পেরিয়ে যায় গত ৭ই অগাস্ট। এর মধ্যে ২রা জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ই মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ই অগাস্ট সেই সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০শে জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন