করোনায় না.গঞ্জে মৃত আরও ১, আক্রান্ত নিয়ে আতঙ্ক!

অনলাইন প্রতিবেদক, নারায়ণগঞ্জ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে আরও একজন মারা গেছে। নাম আবু সাইদ মাতবর। বয়স ৫৫ বছর। বাড়ি সদর উপজেলার কাশীপুরে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, শনিবার ৪ঠা এপ্রিল সকাল ৯টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে সাইদ মাতবর মারা যান। বেশকয়েকদিন ধরে তার শ্বাসকষ্ট ও কাশির সমস্যা থাকায় প্রথমে তাকে ঢাকার মিটফোর্ডে হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে করোনা সন্দেহে তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়।
মৃত আবু সাইদ মাতবরকে শুক্রবার সন্ধ্যায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকাল ৯টায় তিনি মারা যান। পরে আইইডিসিআর থেকে লোকজন এসে পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস নিশ্চিত করে। মৃত ব্যক্তির এলাকা কাশীপুরে লকডাউন ডাউন ঘোষনা করা হয়েছে।
এদিকে দিন যাচ্ছে আর নারায়ণগঞ্জে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জের চাষাড়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়মিত রোগী দেখতেন। সম্প্রতি তার করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষায় তা শনাক্ত হয়। তিনি বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি।
করোনা সম্পর্কে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ সংবাদ সারাবেলাকে জানান, ‘আমার তথ্যমতে নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত ৬ জন, এরমধ্যে ৩ জন সুস্থ, ২জন মারা গেছে ও ১ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা আক্রান্ত সন্দেহে জেলার ১৪ জনের নমূনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত করোনায় নতুন আক্রান্তের সংখ্যা পাঁচ জন ‘।
এরআগে  গত ৩০শে মার্চ  ঢাকার কূর্মিটোলা হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম নারায়ণগঞ্জের বন্দরের এক নারী মারা যান। তার বয়স ৪৫। সেদিনই তার নিজ গ্রামে তাকে দাফন করা হয়। পরে মৃত নারীর নমূনা সংগ্রহ করে আইইডিসিআর। বৃহস্পতিবার ২রা এপ্রিল তার করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। এ ঘটনা জানার পর বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় প্রশাসন অবস্থান করছেন এবং ঐ এলাকার প্রায় ১২০টি পরিবার লকডাউনে রয়েছে।
জেলায় দুইজনের মৃত্যু ও আক্রান্ত ব্যাক্তির খবরে জেলাজুড়ে আতঙ্ক বাড়ছে সাধারণ মানূষের মাঝে। সদরের পাইকপাড়া, পালপাড়া ও  আমলাপাড়াসহ বেশ কয়েকটি এলাকা ও  জেলাজুড়ে বেশ কয়েকটি বাড়ির মালিকরা নিজ সিদ্ধান্তে এলাকা ও বাড়ি লকডাউন করেছেন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন