|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
ঢাকার ধামরাইয়ে ঈদের আনন্দ ও আমেজে নদীতে নৌকা নিয়ে বেড়াতে গিয়ে দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
শনিবার ১লা আগষ্ট দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারপাচ গ্রামে এ ঘটনা ঘটে । নিহতরা হলেন, উপজেলা ভাড়ারিয়া ইউনিয়নের স্কুল ছাত্রী শিফা (১২) ও মীম (১২) ।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া পাঁচ বালিকা নদীতে নৌকা নিয়ে বেড়াতে যায় । এসময় হঠাৎ নৌকাটি বিলের মাঝে উল্টে গেলে নদীতে তলিয়ে যায় । পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ।
এদের মধ্যে তিনকে জীবিত ও সচেতন অবস্থায় এবং দুই জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় । অচেতনদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে ।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।